জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ইউপিএসসি পরীক্ষা বিষয়ক আলোচনা সভা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ জুলাই: মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করার পর মেধাবী পড়ুয়াদের ইচ্ছে থাকে আগামীতে তারা আইএএস ও আইপিএস চাকরি করবে। অথচ প্রত্যন্ত এলাকার অনেক পড়ুয়াই আইএএস, আইপিএস হতে কীভাবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই বিষয়ে ধারনা থাকে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সব জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলা পুলিশের সহযোগিতার “সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস কোচিং অ্যাকাডেমি” খোলা হয়েছে।

“দেশ গড়বে বাংলার আমলারা” এই বার্তা নিয়ে আলোচনা সভা হল জলপাইগুড়িতে। শুক্রবার জলপাইগুড়ি জেলা পুলিশের পুলিশ লাইনে বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়াদের নিয়ে এই আলোচনা সভা হয়। ইউপিএসসি পরীক্ষায় পাশ করতে কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, পরীক্ষার নম্বর কিভাবে বেশি পাওয়া যাবে সবটাই এদিনের আলোচনায় তুলে ধরলেন বিশিষ্টজনেরা।

জেলা পুলিশের দাবি, ইউপিএসসি পরীক্ষায় বসতে গেলে কোচিংয়ের প্রয়োজন। সেই ব্যবস্থা এতদিন জলপাইগুড়ি জেলায় ছিল না। পড়ুয়াদের সুবিধার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী ২৬টি সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের উদ্বোধন করছেন। মেধাবী পড়ুয়ারা এই কোচিং সেন্টারে পড়াশোনার কোচিং নিয়ে আগামীতে ইউপিএসসি পরীক্ষার বসতে পারবেন।

এদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুই সহ অনেকে।

জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী মোনালিসা সরকার বলেন, “ইউপিএসসি পরীক্ষায় পাশ করতে গেলে কি কি করতে হবে। কিভাবে প্রস্তুতি নিতে হবে আলোচনায় সভায় উঠে এসেছে। অভিজ্ঞতা পেলাম অনেক।”

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস কোচিং অ্যাকাডেমি চালু করা হয়েছে। মেধাবী পড়ুয়ারা এই কোচিং সেন্টার থেকে পড়াশোনার কোচিং পাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *