পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড বিডিও অফিসের সভাকক্ষে এলাকার উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য ব্লক প্রশাসনিক আধিকারিকরা। মূলত এলাকার কী কী উন্নয়ন হয়েছে এবং কী কী কাজ করতে এখনো বাকি রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা হয় এই সভায়।