পার্থ খাঁড়া, আমাদের ভারত, ১৫ সেপ্টেম্বর: আজ ১৫ সেপ্টেম্বর অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৮ তম জন্মদিনে মেচেদা বিদ্যাসাগর গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র এবং বিদ্যাসাগর অনুরাগী সমিতির পক্ষ থেকে সকালে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং বিকেলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় এলাকার বহু ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক বিশিষ্ট মানুষজন অংশ নেন৷ শরৎচন্দ্রের উপর সঙ্গীত- আবৃত্তি পরিবেশিত হয়৷
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক দিলীপ মাইতি। এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাঃ রমেশচন্দ্র বেরা এবং ট্রাস্টের অন্যতম সদস্য গনেন রায়৷ সভাপতিত্ব করেন ডাঃ বিশ্বনাথ পড়িয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যাসাগর অনুরাগী সমিতির যুগ্ম সম্পাদক হেয়াতুল হোসেন ও ডাঃ কালিশংকর পাত্র৷