জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ অক্টোবর: অল বেঙ্গল কেবল এন্ড ব্রডব্যান্ড অপারেটরস ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে কেবল টিভি ও ব্রডব্যান্ড পরিষেবার নানান সমস্যা নিয়ে শুক্রবার এক আলোচনা সভা হয়ে গেল মেদিনীপুর শহরের ফেডারেশন হলে।
আলোচনা সভায় কেবল টিভি ও ব্রডব্যান্ড ব্যবসাতে যে সমস্ত প্রতিকূলতার সৃষ্টি হয়েছে তা নিয়েই মূলত আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন বাবলু চ্যাটার্জি, ভোলা সিং, বাবুল বিশ্বাস, সঞ্জয় চৌধুরী অভি রায়, বাপি দাশ, চন্দ্র নাথ পায়েন, অরুণ চৌধুরী, শক্তি মাসান্ত জয়ন্ত মন্ডল, পবিত্র হাজরা, সুরাজ গুরুং, শেখার মজুমদার প্রমুখ। সভায় কলকাতা থেকে ফোরামের কয়েকজন প্রতিনিধি ছাড়াও মেদিনীপুর, খড়গপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা রোড ও অনন্যা জায়গার কেবল অপারেটররা উপস্থিত ছিলেন।