পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: ভারত সরকার স্বীকৃত ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা এমএসএমই (MSME)-র উদ্যোগে মেদিনীপুর শহরের জেলা পরিষদের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স।
কেন্দ্র সরকারের ‘আত্মনির্ভর ভারত’ ও ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যকে সামনে রেখে এই আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং মহিলাদের স্বনির্ভর করে তোলা। সভায় ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প ও হস্তশিল্পের উন্নয়ন, সরকারি সুযোগ-সুবিধা, ঋণ সহায়তা, বিপণন ব্যবস্থা ও প্রশিক্ষণ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই আলোচনা সভায় ক্ষুদ্র ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত মহিলা ও পুরুষ উদ্যোক্তাদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উপস্থিত উদ্যোক্তারা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন। বিশেষভাবে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও স্ব-উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ অঞ্চলের শিল্প ও ব্যবসাকে আরও সুসংহত করতে ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক আলোচনা সভা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা উপকৃত হবেন এবং আত্মনির্ভর ভারতেরে লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশাবাদী আয়োজকরা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিআইএস-এর যুগ্ম পরিচালক মৈনাক গাঁতাইত, উপ-পরিচালক সীতানাথ মুখার্জি, সহকারী পরিচালক ও প্রোগ্রাম সমন্বয়কারী তাপস রায়, জিইএম ফ্যাসিলিটেটর অভিষেক নায়ক, ডিসিসিআই- এর দীপঙ্কর দে, রামমোহন ব্যানার্জি, ডিসিসিআই -এর এ ডি বর্মণ। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন ডঃ মিনাক্ষী গণেশন, ডেপুটি ডিরেক্টর জেনারেল, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, পূর্বাঞ্চল।

