Shamik Bhattacharya, BJP, শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতির হতাশাজনক চিত্র

আমাদের ভারত, ২২ জুলাই: গত ১৪ বছরে পশ্চিমবঙ্গ ছেড়েছে ৬৬৮৮টি কোম্পানি! প্রশ্নের উত্তরে মঙ্গলবার লোকসভায় এই তথ্য জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সূত্রে প্রকাশ পেয়েছে এটি।

ওই সূত্রে জানানো হয়েছে, ২০১১ সালের ১ এপ্রিল থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ৬৬৮৮টি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে স্থানান্তর করেছে।

এই ৬৬৮৮টি কোম্পানির মধ্যে ১১০টি ছিল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

বছরভিত্তিক পরিস্থিতি:
🔹 ২০১৫–১৬: ৮৬৯টি কোম্পানি স্থানান্তরিত
🔹 ২০১৬–১৭: ৯১৮টি কোম্পানি
🔹 ২০১৭–১৮: ১০২৭টি কোম্পানি

*কোম্পানিগুলি কোথায় গিয়েছে?*

➡️ মহারাষ্ট্র– ১৩০৮টি কোম্পানি
➡️ দিল্লি– ১২৯৭টি
➡️ উত্তরপ্রদেশ– ৮৭৯টি
➡️ ছত্তিশগড়– ৫১১টি
➡️ গুজরাট– ৪২৩টি
➡️ রাজস্থান– ৩৩৩টি
➡️ আসাম, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং তেলেঙ্গানাতেও শতাধিক কোম্পানি স্থানান্তরিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *