আমাদের ভারত, হুগলী, ৬ অক্টোবর: আবারও পুকুর ভরাটের বিরুদ্ধে ময়দানে বিধায়ক। ঘটনা চুঁচুড়া শহরের ওলাইচন্ডীতলার। গত কয়েকমাস ধরে এলাকার একটি পুকুর ভড়াট করা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পুরসভা বিএলআরওর দপ্তর থেকে সব স্তরেই বিষয়টি জানান তারা। একই সাথে জানান, স্থানীয় বিধায়ক অসিত মজুমদারকে।
মঙ্গলবার পুর প্রশাসক প্রাক্তন কাউন্সিলর সহ সকলকে নিয়ে সেখানে পৌছান বিধায়ক। অভিযোগ, তৃণমূল দলের নাম করে এক শ্রেণির দালাল স্থানীয় মানুষকে ভয় দেখিয়ে এই পুকুরটি ভরাট করছিল। পুলিশ প্রশাসন থেকে সকল দপ্তরে বিষয়টি কড়া হাতে দমন করতে নির্দেশ দেন বিধায়ক। এমনকি রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় মানুষকে অভয় দিয়ে তার বক্তব্য দলের নাম করে কেউ অনৈতিক কাজ করলে তাকে জানান। তৃণমূল দলে থেকে এই ধরনের অন্যায় কাজ বরদাস্ত করা হবে না। এমনকি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।