আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: সুপার সাইক্লোন আমফানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। পুলিশ সুপার তার সঙ্গে দপ্তরের কয়েকজন আধিকারিককে নিয়ে মেদিনীপুর সদর ব্লকের আবাস অঞ্চলের ক্ষতিগ্রস্থ এলাকাগুলি সরেজমিনে ঘুরে দেখেন। কথা বলেন ওইসব এলাকায় দুর্যোগ কবলিত মানুষদের সঙ্গে। এলাকার সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন। একই সাথে সেইসব বিধ্বস্ত এলাকায় মানুষদের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন তিনি।
এলাকা পর্যবেক্ষণের পর দুর্গত বাসিন্দাদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং সরকারি ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দেন।