Dilip, Samik, Sukanta, BJP, দু’দিনের মধ্যে পরপর দিল্লিতে উপস্থিত হলেন দিলীপ শমীক ও সুকান্ত, কিন্তু কেন?

আমাদের ভারত, ১০ জুলাই: বঙ্গ বিজেপির নবম, দশম ও একাদশ সভাপতি, একে একে হাজির হয়েছেন দিল্লিতে। পরপর পর্যায়ক্রমে দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদারের দিল্লি যাওয়া গিয়ে জল্পনা চলছে। কারণ বাংলায় নতুন সভাপতি নির্বাচিত হয়ে গেলেও নতুন কমিটি গঠন হয়নি। ফলে সেই দিক থেকে এই তিন বঙ্গ বিজেপি নেতার পরপর দিল্লি যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

বুধবার সকালে দিল্লি গিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, যাওয়ার টিকিট কাটলেও ফেরার টিকিট তিনি কাটেননি। এদিকে তার পৌঁছানোর ২৪ ঘন্টার মধ্যেই দিল্লি গেলেন বর্তমান তথা একাদশ সভাপতি শমীক ভট্টাচার্য।অন্যদিকে বৃহস্পতিবার রাতে দিল্লি পৌঁছাবেন দশম সভাপতি সুকান্ত মজুমদার।

ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে এবং সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন শ্যাম প্রকাশের সঙ্গে দেখা করেছেন দিলীপ ঘোষ। বিজেপি সূত্রের দাবি, আবারও কেন্দ্রীয় স্তরের দায়িত্ব পেতে পারেন দিলীপ ঘোষ। শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের কোনো প্রতিবেশী রাজ্যের দলীয় কাজের সঙ্গে যুক্ত করা হতে পারে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতিকে। আর এই কাজের সুবাদেই রাজ্য সংগঠনে অন্যতম উপদেষ্টার মতো কাজ করতে পারবেন দিলীপ ঘোষ।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন নতুন সভাপতি শমীক ভট্টাচার্য। প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাডার সঙ্গেও তার দেখা হতে পারে বলে খবর। এখনো বঙ্গ বিজেপির নতুন কমিটি গঠন হয়নি। ফলে সেই কমিটি গঠন নিয়ে দিল্লি সফরে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হতে পারে শমীকের।

আবার এরই মধ্যে বৃহস্পতিবার রাতে দিল্লি পৌঁছাবেন সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। যদিও সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ মহলে শোনা যাচ্ছে, প্রশাসনিক কাজকর্ম রয়েছে বলেই দিল্লি গিয়েছেন তিনি। তবে পদ্ম শিবিরের শুভানুধ্যায়ীদের একটা অংশ বলছে, প্রয়োজন অনুসারে দলে কাকে কিভাবে কাজে লাগানো হবে, কোন নেতাকে কোন কমিটিতে নেওয়া হবে, সে বিষয়ে দিল্লিতে ডাকা হয়েছে তিন বঙ্গ বিজেপি নেতাকে। এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে চাইছে পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *