আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ এপ্রিল: ভাইরাল হওয়া দিলীপ ঘোষের ভিডিও মিথ্যে বলে দাবি করলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। পরিযায়ী শ্রমিকদের কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাংলা ওড়িশা সীমান্তে কোয়ারেন্টাইন করেছিল পুলিশ। এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যা নিয়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।
বৃহস্পতিবার বাংলা–ওড়িশা সীমান্ত পরিদর্শনে আসেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি এবং সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভাইরাল হওয়া দিলীপ ঘোষের ওই ভিডিওটিকে মিথ্যে বলে দাবি করেন। পাশাপাশি দাঁতনের সনাকোনিয়া সীমান্ত এলাকায় মোতায়েন পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের হাতজোড় করে ধন্যবাদ জানান। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলা–ওড়িশা সীমান্তে পশ্চিম মেদিনীপুরের সোনাকনিয়াতে চলছে নাকা চেকিং। দিনরাত এক করে অনবরত কাজ করে চলেছেন পুলিশকর্মী ও স্বাস্থ্যকর্মীরা।