জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ নভেম্বর:
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের সমর্থনে শুনুন চাষি ভাই কর্মসূচি কার্যত জনসভায় পরিণত হল। বুধবার কেশপুর ব্লকের খেতুয়া অঞ্চলে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের সমর্থনে শুনুন চাষি ভাই কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের উপস্থিতিতে কৃষিবিদ এই প্রচার কর্মসূচি রীতিমতো জনসভার আকার নেয়। বিজেপির এই কৃষি বিলের সমর্থনে আয়োজিত সভায় যোগ দেওয়ার জন্য যখন বিভিন্ন দিক থেকে বিজেপির মিছিল আসছিল ঠিক সেই সময় সভা থেকে অনতিদূরেই তৃণমূলের পার্টি অফিসের সামনে বিক্ষিপ্ত গোলমালের সৃষ্টি হয়। যদিও পুলিশি দ্রুত হস্তক্ষেপে তা মিটে যায়।