নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ আগস্ট: করোনায় আক্রান্ত দিলীপ ঘোষের গাড়ির চালক সহ দুই দেহরক্ষী! বিজেপি সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতির বাড়ির পরিচারিকার জ্বর হয়েছিল। তাঁরও করোনা রিপোর্ট পজেটিভ বলে খবর।
দেহরক্ষীদের শরীর খারাপ হওয়ায় সোমবার সমস্ত দলীয় কর্মসূচি আপাতত বন্ধ রেখেছেন দিলীপ ঘোষ। আজ দিলীপ ঘোষ নিজেও কোবিড টেষ্ট করাতে পারেন বলে খবর। তবে এব্যাপারে এখনও সরকারি ভাবে সত্যতা স্বীকার করেনি রাজ্য বিজেপি। দিলীপ ঘোষকে ফোন করা হলে তিনিও ফোন তোলেননি।

