পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ ডিসেম্বর: আজ সন্ধ্যায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে মেদিনীপুর শহরে হাজির হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার সকাল থেকে খড়্গপুরের গোপালি অঞ্চল থেকে এই সদস্যতা অভিযান শুরু হয়। তারপর খড়্গপুর মহকুমা এবং মেদিনীপুর মহকুমার বিভিন্ন জায়গায় এই কর্মসূচি ছিল দিলীপ ঘোষের।
কয়েকদিন ধরেই দিলীপ ঘোষ বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে একের পর এক এলাকায় ঘুরে যাচ্ছেন। আজ মেদিনীপুর শহরের জুগনুতলাচকে বিজেপির সদস্যতা অভিযান এসে দিলীপ ঘোষ বলেন, আমাদের বিজেপির অনেক নেতা- কর্মীরাই বিভিন্ন মামলায় জর্জরিত। দল তাদের দেখছে। দেশের সর্ববৃহৎ দলের সদস্য হওয়ার জন্য তিনি আহ্বান জানান সাধারণ মানুষকে। তিনি বলেন, আপনারা এই দলের সদস্য হলে গর্বিত মনে করবেন যে, আমি দেশের সর্ববৃহৎ দলের সদস্য। দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাইলে সদস্য হন। এই সদস্য হওয়ার জন্য কোনো ফর্ম পূরণ করতে হবে না। মোবাইলে মিস কল করে সদস্য হওয়া যাবে। সদস্য কার্ড পাওয়া যাবে। এই কার্ডের মাধ্যমে কোনো অর্থ বা চাকরি পাওয়া যাবে না। কিন্তু নিজেকে গর্বিত মনে করবেন বিজেপির সদস্য হিসেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নেতা সমিত মন্ডল, জেলা মহিলা মোর্চার সভাপতি পারিজাত সেনগুপ্ত। সমগ্ৰ কর্মসূচিটি পরিচালনা করেন বিশ্বনাথ পট্টনায়ক।