নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দিলীপ ঘোষ

শাওন কুমার দাস
আমাদের ভারত, নেদারল্যান্ডস, ৮ এপ্রিল:
রাষ্ট্রপ্তি রামনাথ কোবিন্দ এর নেদারল্যান্ডস যাত্রার সফর সঙ্গী হিসাবে এসেছিলেন বিজেপি সংসদ দিলীপ ঘোষ।

রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসাবে এইখানের প্রধান মন্ত্রী মার্ক রুটে এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তির সঙ্গে দিলীপ ঘোষের সখ্যতা। এই সফরে মূলত ভারত-নেদারল্যান্ডের জল-কৃষি-স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

ব্যাস্ত সফরের মাঝে দিলীপ ঘোষ কেউকেনহফ গার্ডেন, আমস্টারডামের আজাক্স ফুটবল ক্লাবে গিয়েছিলেন|

এরই মাঝে প্রবাসী ভারতীয়দের একটি আলোচনা সভায় অংশ নেন দিলীপবাবু। রাষ্ট্রীয় এবং আন্তঃরাষ্ট্রীয় বিষয়ে নিজের মতামত রাখেন| করোনা কালে মোদী সরকারেএ ইতিবাচক ভ্যাকসিন নীতি, গরিব প্রান্তিক মানুষদের ২ বছর বিনামূল্যে রেশন দেওয়া, ইউক্রেন যুদ্ধে ভারতীয় ছাত্রদের উদ্ধারকাজ। এছাড়া, মোদী সরকারের সময়ে প্রবাসী ভারতীয়দের মধ্যে নতুন উদ্দম এর সঞ্চার ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্নোত্তরে দিলীপবাবু সভা ভরিয়ে দেন|

একই পরিসরে প্রতিমা সিংহ এর নেতৃত্বে অফশোর বিজেপি টীম দিলীপবাবুকে সম্বর্ধনা জানায়। দিলীপবাবু সবাইকে জানালেন আসানসোলের প্রবীণ বিজেপি নেতা সুব্রত মিশ্র’র কন্যা বর্তমানে নেদারল্যান্ডসে কর্মসূত্রে সপরিবারে থাকেন এবং জানান সেখানেই রাতে মাছ ভাত নিমন্ত্রণ রয়েছে|

শত ব্যস্ততা সত্বেও উনি নিজের কথা রাখলেন, রাত ৯ তা নাগাদ দিলীপবাবু সুব্রত মিশ্র’র মেয়ে প্রিয়াঙ্কা রায়ের বাড়িতে রাতের ভোজন সারলেন| সেখানে বেশ কয়েকজন অনাবাসী বাঙালির নিমন্ত্রন ছিল। দিলীপবাবু সবার সঙ্গে আলাপ পরিচয় করেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *