আমাদের ভারত, মেদিনীপুর, ২ জানুয়ারি: অসুস্থ ভারতীয় প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় সৌরভ গাঙ্গুলির দ্রুত সুস্থতা কামনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে সেখানকার মন্ডল কমিটির উদ্যোগে কলাবনিতে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সেখানে সংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তিনি সৌরভ গাঙ্গুলির সুস্থতা কামনা করেন। সৌরভ গাঙ্গুলি আজ সকালে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন। অসুস্থ অবস্থায় তাকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।