নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৪ নভেম্বর: লাল গোলাপ ছিটিয়ে অমিত শাহকে রাজ্যে স্বাগত জানালেন বিজেপি রাজ্য নেতৃত্ব। বুধবার রাতে দমদম বিমানবন্দরে অমিত শাহ পা রাখতেই গোলাপ বৃষ্টি করেন বিজেপি কর্মীরা। স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় বিজেপি সহ-সভাপতি মুকুল রায় সহ প্রমুখ। অমিত শাহ রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অন্যদিকে অমিত শাহকে রাজ্যে স্বাগত জানানোর জন্য গোটা সল্টলেকের রাস্তায় দলীয় পতাকা ও তার ছবিতে মুড়ে ফেলেছেন। অমিত শাহ রাজ্যের মাটিতে পা রাখতেই বিমানবন্দরের সামনে শুরু হয় বাউল গান। কয়েকজন বিজেপি কর্মী শুরু করেন বাংলার কীর্তন। সবমিলিয়ে দমদম বিমানবন্দরের বাইরে বিজেপি কর্মীরা যেন বাংলার সংস্কৃতিকে অমিত শাহর সামনে তুলে ধরার মরিয়া চেষ্টা চালালেন।
এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরা বাঙালি। বাংলার সংস্কৃতি ও বাংলার শিক্ষাকে আমরা ভালোবাসি। গোটা দেশও বাংলার সংস্কৃতিকে পছন্দ করেন। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।