বাংলায় লোকাল ট্রেন চালাতে কেন্দ্র ও রাজ্য পরস্পর কথা বলুক, চাইছেন দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১ সেপ্টেম্বর: রাজ্যে লোকাল ট্রেন চালানোর দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার রাজারহাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ট্রেন চললে বহু মানুষের সুবিধে হয়। তবে তার আগে সার্বিক পরিকল্পনা করতে হবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে একসঙ্গে বসে ট্রেন চালাবার জন্য পরিকল্পনা করতে হবে। ট্রেন চালালেই স্টেশনে ভিড় হবে। তা সামলাবার জন্যই সবার একসঙ্গে বসে পরিকল্পনা করা জরুরি। এছাড়াও কারা ট্রেনে চাপতে পারবে তাও কেন্দ্র ও রাজ্য বসে সিদ্ধান্ত নেবে।

বর্তমানে রাজ্যে লোকাল ট্রেন চলছে। শুধুমাত্র রেলকর্মীরা লোকল ট্রেনে চাপতে পারেন। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের রেলের পরিষেবা পাওয়া উচিত বলে মনে করেন দিলীপ ঘোষ। আনলকে লোকাল ট্রেন চালাবার দাবি বিভিন্ন মহলে উঠেছে। রাজ্যের অর্থনৈতিক দিকের কথা মাথায় রেখে ট্রেন চলুক অনেকেই তা চাইছে। কিন্তু করোনার সংক্রমণ ভয়ে লোকল ট্রেন নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার। তার মধ্যেই রাজ্যের মানুষের উপকারের জন্য এবার লোকাল ট্রেন চালানোর জন্য সওয়াল করলেন বিজেপির রাজ্য সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *