জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ অক্টোবর:
পশ্চিমবঙ্গ ধীরে ধীরে মাফিয়া রাজের দিকে চলে যাচ্ছে বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লার খুনের ঘটনায় পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ।
রবিবার সন্ধ্যেয় টিটাগর থানার কাছে বিজেপি পার্টি অফিসে ঢোকার সময় দুষ্কৃতীরা বিজেপি নেতা তথা টিটাগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর মণীশ শুক্লার ওপর হামলা চালায়। তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। ৪টি গুলি তার মাথায় লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাইপাসের ধারে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানেই মণীশ শুক্লাকে মৃত ঘোষণা করেন। সোমবার সকালে খড়গপুরের বাংলোয় দলীয় কর্মীদের সঙ্গে চায়ে পে চর্চার সময় দিলীপ ঘোষ মনীষ শুক্লার খুনের ঘটনার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে একজন প্রাক্তন কাউন্সিলরকে যেভাবে থানার সামনে স্টেনগান থেকে গুলি করা হয়েছে, তাতে রাজ্যের আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এরকম চলতে থাকলে বিধানসভা নির্বাচন একেবারে নিরপেক্ষ বা শান্তিপূর্ণ হবে না বলে মনে করছেন দিলীপ ঘোষ। এদিন তিনি পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে বলেন, পুলিশ সব ঘটনা জানে। তাঁর প্রশ্ন, পুলিশ যদি না জানত, তাহলে প্রকাশ্যে কেউ কি বাইকে করে স্টেনগান নিয়ে ঘুরে বেড়াতে পারত? তিনি অভিযোগ করেন, থানার সামনে ব্রাশ ফায়ারিং হয়েছে। ওখানে পুলিশকে পাঠানো হয়েছে সুপারি কিলার হিসেবে। দিলীপ ঘোষ বলেন, আগে ব্যারাকপুরে অর্জুন সিং এবং তাঁর অনুগামীদের টার্গেট করা হয়েছে। রবিবারের ঘটনার পর পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কে দিন কাটাবেন।
দিলীপ ঘোষ জানান, রাজ্যজুড়ে গণতান্ত্রিকভাবেই এই খুনের ঘটনার প্রতিবাদ জানানো হবে। ঘটনার সিবিআই তদন্ত দাবি করে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিবিআই দিয়ে তদন্ত করানোর হিম্মত নেই, কেননা সত্য বেরিয়ে আসলে দেখা যাবে তাঁর দলের লোকেরাই এই ঘটনায় যুক্ত।