যেদিন সত্যি সত্যি মারতে আরম্ভ করবো সেদিন হাসপাতালে বেডও পাবে না, দিলীপ ঘোষের হুমকি ভাঙড় থেকে

আমাদের ভারত, ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনা, ২৬ ডিসেম্বর: দিনের পর দিন বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল। বিজেপি কর্মীদের মারছে আর সেই কর্মীদের নামেই কেস দিচ্ছে তৃণমূল, অভিযোগ দিলীপ ঘোষের। আর এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “যেদিন সত্যি সত্যি মারতে আরম্ভ করবো সেদিন ব্যান্ডেজ বাঁধার জায়গা থাকবে না। এমনকি হাসপাতালে বেডও পাবে না। বাইরে বেড খাটাতে হবে।” শনিবার দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ের বামনঘাটায় চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি।

এছাড়াও নানাভাবে তৃণমূল কংগ্রেস ও বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ ছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন ২৪ পরগনা পূর্ব জেলার সভাপতি হরিকৃষ্ণ দত্ত, সহ সভাপতি বসন্ত শেঠিয়া সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

বরাবরই তৃণমূলের খাস তালুক হিসাবে পরিচিত ভাঙড়। তবে বিগত বেশ কয়েকমাস ধরে সেখানে নানা ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করছে বিজেপি। একাধিকবার ভাঙড়ে দিলীপ ঘোষ এসেছেন এখানকার বিজেপি কর্মীদের মনবল চাঙ্গা করতে। সেই ভাঙড়ের বামনঘাটায় এদিন সকালে দলীয় কর্মী ও সমর্থকদের সাথে চায়েপে চর্চা অনুষ্ঠান করে কার্যত বিধানসভা ভোটের আগে তৃণমুলকেই হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। তিনি বলে, রাজ্যে পিসি ভাইপোর রাজত্ব চলবে না। আমরা সাধারণ মানুষের হাতে সরাসরি সরকারি পরিষেবা পৌঁছে দিতে চাই। কিন্তু তৃণমূলের দালাল নেতা কর্মীরা তা করতে দিচ্ছে না। এদিন “চায়পে চর্চা” অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *