নীল বনিক, আমাদের ভারত, ৩ জানুয়ারি: ১১ ও ১২ জানুয়ারি রাজ্যে প্রধানমন্ত্রীর কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। শুক্রবার কলকাতায় এইকথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দুদিনের জন্য রাজ্যে আসছেন। তিনি কলকাতা পোর্টট্রাষ্টের অনুষ্ঠানে যোগদান করতেই শহরে আসছেন। এবারের সফরে নরেন্দ্র মোদীর কোনও রাজনৈতিক কর্মসূচি নেই বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে দলের সাংসদরা থাকবেন বলে জানান তিনি। দিলীপ ঘোষ আরও জানান , বাংলার অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্য নেতারা দেখা করতে পারেন। প্রধানমন্ত্রীকে দলের পক্ষ থেকে কোনও বিশেষ সম্বর্ধনা দেওয়া হবে কি না তা নিয়ে দলের ভিতর আলোচনা চলছে।