জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ নভেম্বর:
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে একটি পঞ্চায়েত অফিসের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, সাধারণ মানুষকে গুরুত্ব না দিলে পতন অবশ্যম্ভাবী। ক্ষমতার দম্ভ গুঁড়িয়ে দিয়ে মানুষই শেষ কথা বলে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য প্রসঙ্গে সেদিন সন্ধ্যার পর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে দিলীপ বাবু বলেন, শুভেন্দু বাবু ঠিকই বলেছেন। আমি তার বক্তব্য সমর্থন করি।
কয়েকদিন পর এই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর প্রসঙ্গে ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে বিজেপির আভ্যন্তরীন কোন্দল সামলাতে অমিত শাহ’র এই সফর। দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, বিজেপিকে নিয়ে তৃণমূলকে এত ভাবতে হবে না। কারণ বিজেপি একটি পরিবার। তৃণমূলের মধ্যে কোন্দল রয়েছে। ওরা আগে নিজেদের ঘরের সমস্যা মেটাবার চেষ্টা করুক। বিজেপির বিষয়টা আমরা দেখে নেবো।