স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ এপ্রিল: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলায় ঘর গোছাতে ব্যস্ত শাসক বিরোধী উভয় পক্ষ। তারই অঙ্গ হিসেবে রবিবার জেলায় দলীয় কর্মসূচিতে যোগ দিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
এদিন জেলার করণদিঘি ব্লকে এসে উপস্থিত হন তিনি। প্রথমে দলীয় এক কর্মীর বাড়িতে বসে বৈঠক করেন। সেখানে আহার সেরে সোজা চলে যান রসাখোয়া এলাকায়। সেখানে করণদিঘি ২ নং মন্ডলের উদ্যোগে একটি জনসভায় যোগ দেন দিলীপ ঘোষ। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বার বার বিভিন্ন অভিযোগে তৃণমূলকে বিদ্ধ করেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি। তৃণমূলের দিল্লি যাত্রার ঘোষণা নিয়ে সমালোচনায় সরব হন তিনি। তবে জনসভার আগে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেও ১০০ দিনের কাজ নিয়ে দিল্লিতে চিঠি পাঠানোর বিষয়ে পাল্টা দুর্নীতি নিয়ে তৃণমূলকে খোঁচা দেন দিলীপ ঘোষ।