নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ আগস্ট: রাজনীতির কথা ভেবেই বাংলায় লকডাউন করছেন মুখ্যমন্ত্রী। শনিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় লকডাউন নিয়ে এই ভাষাতেই রাজ্য সরকারকে আক্রমন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন কোনও কিছু না ভেবেই লকডাউন করছে রাজ্য। তারপর আবার তা পরিবর্তন করছে। এভাবে পরিবর্তন করলে মানুষের অসুবিধে হয়। মানুষের কাজকর্ম বাদ যায়। বাবাবার লকডাউনের দিন পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। কেন বারবার দিন পরিবর্তন হচ্ছে তা সাধারন মানুষ জানতে চাইছে। রাজ্যের উচিত সাধারন মানুষের কাছে উত্তর দেওয়া। রাজ্য সরকার তা দিতে পারবে না বলে মনে করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাজনৈতিক কারন দেখে লকডাউন করেন। আবার রাজনৈতিক লাভের জন্য তা পরিবর্তন করেন। মানুষ সবটাই এখন বুঝতে পারছেন।
রাজ্যের কোবিড পরীক্ষার ফল নিয়েও উস্মাপ্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, আজকে যার করোনা নেগেটিভ, কাল তার পজিটিভ হচ্ছে। বহু মানুষের ক্ষেত্রে এমনটা হয়েছে। তাই কোবিড পরীক্ষার ব্যাপারে মানুষের আরও বেশি সচেতন হবার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

