আমাদের ভারত, হুগলী, ৯ সেপ্টেম্বর: করোনা চলে গেছে। দিদিমণি শুধু শুধু লকডাউন করছেন বিজেপিকে আটকাবার জন্য। হুগলীর ধনিয়াখালিতে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাপ্তাহিক লকডাউন করে করোনা আটকানো যায় না, এটা বিশেষজ্ঞদের মত।
এদিন তিনি আরোও বলেন, সিঙ্গুরে এখন কিছু হয় না। হয় শুধু কাশফুলের চাষ। অন্যান্য জেলায় রাস্তার দুধারে সবুজ ধানের গাছ। আর সিঙ্গুরে এসে দেখছি দিদিমণির শাড়ির মতো সাদা কাশফুল গজিয়েছে। সিঙ্গুরে সর্ষে ছড়িয়ে হুগলীর লোককে বোকা বানিয়েছিল এখন লোকে সেটা বুঝতে পেরেছে। ধনেখালির মদনমোহনতলায় এক সভায় বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি।