নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৬ জানুয়ারি:
রাজ্যসভাপতি হয়েই বুদ্ধিজীবীদের আরও কড়া কথা শোনার জন্য তৈরি থাকতে বললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমি এদিন সভাপতি হয়ে দলের নিহত কর্মীদের কথা মনে করছি। তাদের পরিবারের কথা মনে পড়লে আমার ভীষণ খারাপ লাগে। আমাদের বহু কর্মী জেলে আছে। অনেক কর্মী এখন রাজ্যের শাসক দলের অত্যাচারে ঘর ছাড়া। রাজ্যের শাসক দলের অত্যাচারে যখন আমাদের কর্মীদের প্রাণ যায় তখন কেউ কিছু বলেন না। তাই আমার মুখ থেকে রাজ্যের কিছু বুদ্ধিজীবীদের বিরুদ্ধে ভালো কিছু বের হবে না। প্রয়োজনে আরও খারাপ কথার জন্য রাজ্যের নাগরিক সমাজের একাংশকে তৈরি থাকতে বললেন দিলীপ ঘোষ। তারসঙ্গে রানাঘাটে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য গুলি করার নিদানও ভেবেচিন্তে বলেছেন বলে জানান তিনি। এই বক্তব্য তিনি বুঝেই দিয়েছেন বলে ফের বৃহস্পতিবার আলিপুর ন্যাশনাল লাইব্রেরিতে জানান দিলীপ ঘোষ। তারসঙ্গে দলের আগামী দিনের রুপরেখাও ঠিক করে দেন তিনি।
বিজেপির রাজ্য সভাপতি বলেন, সামনে কঠিন লড়াই। আপনারা তৈরি থাকুন। পুরভোটে আমাদের সাংগঠনিক জোড়েই লড়াই করতে হবে। তারপর বিধানসভা নির্বাচন। সেই লড়াইয়ে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবো আমরা। আপনারা আমার প্রতি আস্থা রাখতে পারেন। কোনকিছুর জন্যই রাজ্য বিজেপি পিছু হঠবে না বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।