আমাদের ভারত, ৯ জানুয়ারি:
রবিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে কুশবাশান এলাকায় একটি সভার আয়োজন করেছিল বিজেপি। সেই সভায় যোগ দেন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। বক্তব্য রাখতে গিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমুলের বিরুদ্ধে সরব হন তিনি।
দিদির সুরক্ষা কবচ প্রকল্পে তৃণমূলের কর্মীরা বাড়িতে এলে আবাস যোজনায় বাড়ি, গ্রামের রাস্তা না হওয়ার কারণ তাদের জিজ্ঞেস করার পরামর্শ দেন। একই সঙ্গে প্রাপ্য না পাওয়ায় ভোট চাইতে এলে তৃণমূলের নেতা কর্মীদের গাছের সাথে বেঁধে রাখার নিদান দিয়েছেন বিজেপি সাংসদ।
বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, “মোদীজি বলেছেন সব রাস্তা পাকা করে দাও। সব বাড়ি পাকা করে দাও। কিন্তু এখানে এসে দেখছি না রাস্তা আছে না বাড়ি। যেদিকে দেখছি সব লালমাটির রাস্তা। পাকা বাড়ি নেই।” তিনি প্রশ্ন তোলেন, “এখানকার মানুষের অন্যায়টা কি?”
দিলীপ ঘোষ আরও বলেন, “দিদির দূতরা বাড়িতে এলে জিজ্ঞেস করবেন কেন পাকা বাড়ি রাস্তা হয়নি? ভোট দিয়েছি আমরা আর পাকা বাড়ি হয়েছে আপনাদের?” এরপরই তিনি বলেন, “দিদির দূতরা এবার ভোট চাইতে এলে নারকেল না হলে ইউক্যালিপটাস গাছে বেঁধে রাখবেন।”
দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্য একেবারেই নতুন নয়। বরাবরই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেসও। তাদের দাবি মানসিক ভাবে ভেঙে পড়েছে বিজেপি। নিজেদের অস্তিত্ব জাহির করতে এই ধরণের কথা বলছেন তারা।