পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ মার্চ: আজ সকাল থেকেই দোল উৎসবে মেতে ওঠেন খড়্গপুরবাসী। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম হলো এই দোল উৎসব। ছোট থেকে বড় সকলেই প্রতিবছর মেতে উঠেন এই দোল উৎসবে। বাদ যান না নেতা মন্ত্রীরাও। খড়্গপুর শহরে দোল উপলক্ষে আবির খেলায় মাতেন খড়্গপুরের জনপ্রিয় বিজেপি নেতা অর্থাৎ মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।
দলের নেতা- কর্মীদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন তিনি। দিলীপ ঘোষ নিজে মোটর সাইকেল চালিয়ে খড়্গপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কার্যকর্তাদের সঙ্গে দোল খেলায় মেতে ওঠেন। সেই সঙ্গে এলাকার পথচারী এবং এলাকায় থাকার দোকানের কর্মীদের গেরুয়া আবির গালে লাগিয়ে দিয়ে দোল উৎসবের শুভেচ্ছা জানান তিনি।