আমাদের ভারত, মেদিনীপুর, ১ ডিসেম্বর: বিজেপি খড়্গপুরে কেন জিততে পারেনি তা পর্যালোচনা করে দেখা হবে বলে জানালেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপ নির্বাচনের ফলাফল ঘোষণা এবং বিজেপি প্রার্থীর পরাজয়ের পর তিনি রবিবার খড়্গপুরে আসেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, উপনির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয় নিয়ে কর্মীদের সঙ্গে এবং সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে দেখব কেন তারা আমাদের ভোট দেননি। তাদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব কেন তারা এবার মুখ ফিরিয়ে নিয়েছেন।
বিজেপির রাজ্য সভাপতি বলেন, আমরা লোকসভায় জিতেছিলাম। তারপর থেকে খড়গপুরে গুন্ডা ও মাফিয়ারা মাথা তুলতে পারেনি। তৃণমূল জেতার পর সেইসব গুন্ডা মাফিয়াদের উস্কানি দেওয়া হচ্ছে। আমাদের কর্মীদের উপর তারা আক্রমণ করছে। দলীয় কার্যালয় ভাঙ্গচুর করছে। খড়গপুর সমাজবিরোধীদের হাতে চলে যাচ্ছে।
আইনশৃঙ্খলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এ রাজ্যের পুলিশ প্রশাসন মজবুত নয়। রাজ্যে এতো রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে ছেড়ে দিচ্ছে। আইন-শৃঙ্খলায় আধিপত্য রাখতে পারছে না এ রাজ্যের পুলিশ। এজন্যই কামদুনি সহ অনেক জায়গায় অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছেন। কিন্তু দিল্লী মুম্বাই সহ ভারতের অন্যান্য জায়গায় গণধর্ষণে অভিযুক্তদের ফাঁসি দেওয়া হচ্ছে।