নীল বনিক: আমাদের ভারত, ৩০ নভেম্বর: উপনির্বাচনের ফলাফলের কোনও প্রভাব সাধারণ নির্বাচনে পড়বে না। শনিবার দলের রাজ্য সদর দফতরে বসে এইকথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা উপনির্বাচনে হেরেছি। এটা সত্যি কথা। তবে সবকিছু গেল গেল রব ওঠে যাওয়া একদম ঠিক নয় বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, অনেকেই আমাদের দোষত্রুটি খুঁজছেন। আমরাও হারের ময়নাতদন্ত করবো। সবকিছু ঠিকঠাক করেই আমরা ২০২১ এর প্রস্তুতি শুরু করব বলে জানান পশ্চিম মেদিনীপুরের সাংসদ।
এই নির্বাচনে জিতেই রাজ্যের শাসক দল ফের সন্ত্রাস শুরু করেছে। এদিন সোদপুরে আমার সভার স্থলে বিক্ষোভ দেখিয়েছেন। বিজেপির কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি। তবে কালো পাতাকা দেখিয়ে বিজেপিকে আটকানো যাবে না বলেও এদিন তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি জানান, আমাকে আটকাতেই সোদপুরে রাজ্যের শাসক দল গন্ডগোল করেছে। তবে তাতে খুব একটা লাভ হবে না বলে পরিস্কার জানান দিলীপ ঘোষ। উল্টে শাসক দলের ক্যাডারদের চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, আমি সোদপুরে যাবো। সেখানে গিয়ে দলের কর্মসূচিতে অংশগ্রহণ করব।