আমাদের ভারত, মালদা, ৯ আগস্ট: উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে মালদায় সাংবাদিক বৈঠকে যোগ দিতে এসে হেমতাবাদে বিধায়কের রহস্য মৃত্যুর ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, আমরা এ বিষয়ে সিবিআই তদন্ত চাইছি। তার কারণে সুপ্রিম কোর্টে কেস হয়েছে। কোর্ট কেস নিয়েছে। শুনানি হবে। আমরা জানি এটা হত্যা। কে হত্যা করেছে সেটা সবাই জানে। সাধারণ মানুষের মুখে মুখে সেই নাম ঘুরছে। কে সুইসাইড নোট লিখে তার পকেটে দিয়েছে সেটা সবাই জানে। তাই তারা চাপা দেওয়ার চেষ্টা করছে। সত্য তখনই সামনে আসবে যখন সিবিআই তদন্ত হবে। বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এটা রাজ্য সরকারের পলিসি। সেই জন্য মানুষের মনের মধ্যে ভয় এবং অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। সিবিআই তদন্ত হলে সত্য সামনে আসলে মানুষ সাহস পাবে। আগামীকাল আমার হেমতাবাদ যাওয়ার কথা আছে বিধায়কের পরিবারের সাথে এবং এলাকার মানুষের সাথে দেখা করবো কথা বলবো।

