নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ আগস্ট: দিলীপ ঘোষের আপত্তিতে যুবমোর্চার জেলা সভাপতি ঠিক করা নিয়ে পিছু হটলেন সৌমিত্র খাঁ। জেলা সভাপতিদের নাম ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই সেই তালিকা বাতিল করলেন সৌমিত্র খাঁ। জেলা সভাপতি করা নিয়ে তাঁর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে।
কয়েকদিন ধরেই বিষ্ণুপুরের সাংসদের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতির ঠান্ডালড়াই চলছিল। মাত্র ৪৮ ঘন্টা আগে রাজ্যের প্রত্যেক জেলায় যুবমোর্চার সভাপতির নাম ঘোষণা করেন সৌমিত্র খাঁ। নামের তালিকা প্রকাশ হওয়ার পরেই ক্ষোভছড়ায় যুবমোর্চা সহ রাজ্য বিজেপিতে। দলের শুরু হয় কানাঘুষো। বিজেপির প্রথম সারির রাজ্য নেতারা প্রকাশ্যেই বলতে থাকেন নিজের পছন্দের মানুষকে জেলায় জেলায় যুবমোর্চার জেলাসভাপতি পদে বসানো হয়েছে। সাংগঠনিক ক্ষমতাকে অগাহ্য করেই নিজের পছন্দের লোককে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে ১৫ টি জেলার যুবমোর্চার জেলাসভাপতি করা নিয়ে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন যুবমোর্চার রাজ্য নেতৃত্ব।
দলে ক্ষোভের আবহ তৈরি হওয়ায় হস্তক্ষেপ করেন দিলীপ ঘোষ। তার পরেই যুবমোর্চার জেলা সভাপতিদের নামের তালিকা বাতিল করেন সৌমিত্র খাঁ। পুরনো তালিকা বাতিল করে ফের কয়েকদিনের মধ্যে যুবমোর্চার জেলা সভাপতিদের নতুন তালিকা প্রকাশ করবেন।
দলীয় সূত্রের খবর ডায়মন্ড হারবার, মালদা, নদিয়া দক্ষিণ, কাঁথি, আসানসোল সহ কয়েকটি জেলা সভাপতি নিয়ে তীব্র আপত্তি রয়েছে দিলীপ ঘোষের। এছাড়াও যুবমোর্চার দুই সাধারণ সম্পাদকের পদে সৌমিত্র খাঁর ঠিক করা ব্যক্তি নিয়েও আপত্তি রয়েছে বিজেপির রাজ্য সভাপতির।


