স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ ডিসেম্বর: “পিকে এখন তৃণমূল কংগ্রেসের ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ করছেন, তৃণমূল আমফান ঝড়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট করেনি এখন নিজেদের ঘর সামলাতে প্রশান্ত কিশোরকে দিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট করার চেষ্টা করছে। যদিও তৃণমূল কংগ্রেসের ঘরের খুঁটি নড়ে গিয়েছে সেটা আর ঠিক করা সম্ভব নয় “। রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রশমন করতে তার বাড়িতে পিকে, পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের ঝাড়বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজ এক জনসভায় যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচিকে “যমের দুয়ারে সরকার” বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি এও বলেন, এই সরকারের শেষদিন চলে এসেছে। তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা সাংসদ সৌগত রায়ও তা বুঝে গিয়ে দলকে ডুবন্ত জাহাজের সাথে তুলনা করেছেন।
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একজন জোকার বলে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, রাজ্যে একজন মাত্র শিক্ষিত লোক আছেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কমেডিয়ান৷ মানুষ তার কমেডি শুনে উপভোগ করছেন। আজ পূর্বস্থলীতে একজন বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস এখন পাগল কুকুরের মতো হয়ে গেছে, কেবল হিংসা দিয়ে খুন করে বিজেপিকে আটকাবার চেষ্টা করছেন যা অসম্ভব। রাজ্যের মানুষ বিজেপিকে গ্রহণ করেছে। আগামী বিধানসভা নির্বাচনে এরাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে।