পার্থ খাঁড়া, পূর্ব মেদিনীপুর, ১৯ মে: এগরার খাদিকুলে এলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পরিদর্শন করলেন ঘটনাস্থল। মৃতদের পরিবারের সাথে তিনি দেখা করে তাদের সমবেদনা জানান।
ইতিমধ্যেই বৃহস্পতিবার গ্রেফতার হয়েছে এই বিস্ফোরণ কান্ডের মূল অভিযুক্ত ভানু বাগকে। তিনি ওড়িশায় হাসপাতালে চিকিৎসাধীন। ভানু বাগকে গ্রেফতার করতে কেন এত দেরি হল তা নিয়ে অভিযোগ করেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষও এদিন ঘটনাস্থলে এসে ঘটনার এনআইএ তদন্তের দাবি জানান। গত বুধবার বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এসেও এন আই এ তদন্তের দাবি জানিয়েছিলেন। প্রথমদিনই একই দাবি জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ ঘটনাস্থলে দাঁড়িয়ে একই দাবি জানালেন দিলীপ ঘোষ। রাজ্য সরকারের সিআইডি তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন দিলীপবাবু।
এই দুর্ঘটনায় প্রকৃত অপরাধীর শাস্তি চাইছে আপামর মানুষ। বৃহস্পতিবার ঘটনার স্থলে দিলীপ ঘোষ আসার পর গ্রামবাসীরা তাদের অভিযোগের কথা জানান।