পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: সারা বিশ্ব মেতে উঠেছে অযোধ্যার রাম মন্দিরে রামলালা’র প্রাণ প্রতিষ্ঠাতে, ২২ জানুয়ারি অর্থাৎ সোমবার বেলা বারোটার সময় বিভিন্ন পূজা আলোচনার মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালা’র। সারা বিশ্বের সাথে পিছিয়ে নেই পশ্চিম মেদিনীপুরও।
এদিন সকালে খড়্গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় বালাজির মন্দিরে তিন ফুটের সুবিশাল প্রদীপে ২৭ কেজি ঘি দিয়ে প্রদীপ জ্বালালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ, আর এই উৎসবের মাঝে তৃণমূলের তরফে সম্প্রীতি রক্ষার বার্তা নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়েছে রাজ্য তৃণমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী। সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা সকলে ভারতবাসী, সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে আসুন আমরা এই উৎসবে শামিল হই। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া নিশানা করলেন তিনি।