৩ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, কাকলি ঘোষ দস্তিদারকে দিলীপ ঘোষের আইনি নোটিশ

রাজেন রায়, কলকাতা, ৯ নভেম্বর: ২০১৭ সালের শুরুর দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি নোটিশ পেয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই দিলীপ ঘোষকে ৭২ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছিল। এবার তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে আইনি নোটিশ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। একটি টুইটে তাঁর নামে মিথ্যা কথা বলার জন্য ওই নোটিসে আগামী তিনদিনের মধ্যে তৃণমূল সাংসদকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

৭ নভেম্বর একটি টুইট করেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি বলেন, বিজেপির রাজ্য সভাপতি নাকি বলেছেন, নাগরিকত্ব নিয়ে মতুয়ারা যদি বেশি কথা বলে, তাহলে মতুয়াদের ভোট তারা চান না। দিলীপ ঘোষকে উদ্ধৃত করে বলা হয়, মতুয়ারা নাগরিকত্ব নিয়ে বিজেপিকে ব্ল্যাকমেল করেছে। তাই মতুয়াদের ভোটে দরকার নেই তাদের।” ঘটনার দিন বিকেলেই সাংবাদিক সম্মেলন করে কাকলি ঘোষ দস্তিদারের টুইটের বিরোধিতা করেন দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, “কাকলি ঘোষ দস্তিদারের টুইটের মন্তব্য তাঁর নয়। একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে তৃণমূল সাংসদ কীভাবে এই টুইট করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সেদিনই জানিয়েছিলেন, আইনজীবীকে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।

এদিকে টুইট নিয়ে শোরগোল শুরু হতেই কাকলি ঘোষ দস্তিদারের অ্যাকাউন্ট থেকে ওই টুইটটি মুছে দেওয়া হয়। যদিও তাতে থেমে যাননি দিলীপ ঘোষ। সোমবার তাঁর আইনজীবীর তরফ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বারাসতের তৃণমূল সাংসদকে। সেখানে বলা হয়েছে, আগামী ৩ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হবে।

২০১৭ সালে দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন অ্যালকেমিস্টের কর্নধার কেডি সিং-এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সম্পর্ক রয়েছে। সেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন অভিষেক। তখন তাকে ঠিক এভাবেই নোটিশ পাঠিয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকটা যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি করে কাকলি ঘোষ দস্তিদারকে নোটিশ পাঠালেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *