কঠিন সময়ে সামনে লড়াই করা পুলিশকে প্রতিনিয়ত অপমান করছেন দিলীপ, অভিযোগ তৃণমূলের

রাজেন রায়, কলকাতা, ৭ সেপ্টেম্বর: করোনার সময়ে সামনে থেকে লড়াই করা পুলিশকে রাজনৈতিক স্বার্থে প্রতিনিয়ত অপমান করে চলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য নিয়ে এই ভাষাতেই কড়া প্রতিক্রিয়া জানাল তৃণমূল। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দিলীপ ঘোষের সেই বক্তব্যের ভিডিও ভাইরাল করে বলা হয়, এভাবেই কোভিড যোদ্ধা পুলিশ কর্মীদের অপমান করছেন দিলীপ ঘোষ।

ওই পোস্টে আরও মন্তব্য করা হয়,‘বাংলার মানুষকে অনুরোধ করছি, আপনারাও ডায়েরিতে লিখে রাখুন রাজ্য বিজেপি ও দিলীপবাবু কিভাবে রাজ্যের পুলিশকর্মী ও তাঁদের পরিবারকে, যাঁরা এই কঠিন সময়ে বাংলার স্বার্থে সামনে থেকে লড়াই করছেন, তাঁদের অপমান করছেন। এই লজ্জাজনক মন্তব্য বাংলার মানুষ ভুলবে না।’

তবে একুশের বিধানসভা নির্বাচনের আগে পুরোটাই সূক্ষ্ম রাজনীতির অঙ্ক বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিক হিংসাও তুলনামূলক ভাবে বেড়ে গিয়েছে। নিত্যদিনই কোনও না কোনও বিজেপি কর্মী খুন হচ্ছেন। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের মনোবল ভেঙে দিতে রাজ্য জুড়ে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে শাসক দলের প্রতিনিধিরা বিজেপির কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছেন, এমন মন্তব্য বারবারই সরব হচ্ছেন বিজেপি নেতৃত্ব। সেরকমই এক প্রকাশ্য জনসভায় অভিযোগ তুলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে সব পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। মিথ্যা গাঁজা কেসে ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের।’ সেই মন্তব্যকে হাতিয়ার করেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করল তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *