খড়্গপুরে হাতিগোলা আন্ডারপাসের উদ্বোধন করলেন দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১৮ এপ্রিল: যানজট মুক্ত ‘রেল শহর’ উপহার দেওয়াই লক্ষ্য। তাই, গিরি ময়দান ফ্লাই ওভার বা ওভারব্রিজের পর এবার বহু প্রতীক্ষিত হাতিগোলা আন্ডারপাসের উদ্বোধন হল খড়্গপুর শহরে (Kharagpur)। দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) উদ্যোগে খড়্গপুর শহরের পুরাতন বাজারে অবস্থিত প্রাচীন হাতিগোলা ব্রিজের পাশেই ঝাঁ চকচকে নতুন এই আন্ডারপাসের উদ্বোধন হল মঙ্গলবার। উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

এই আন্ডারপাসটি তৈরি করতে আনুমানিক ৬ কোটি ৬৫ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার। প্রসঙ্গত, খড়্গপুর শহরের উত্তর ও দক্ষিণ দিকের সংযোগস্থলে অবস্থিত সুপ্রাচীন এই হাতিগোলা ব্রিজ বা সেতুকে কেন্দ্র করে তীব্র যানজট তৈরি হতো দিনের পর দিন। সেই যানজটের হাত থেকে শহরবাসী তথা শহরে আসা জেলাবাসী এবার মুক্তি পাবেন বলে DRM এম.এস হাসমি জানিয়েছেন। এই আন্ডারপাস দিয়ে বড় বড় যানবাহন তথা ভলভো বাসও অনায়াসে পেরোতে পারবে। অন্যদিকে, ছোটো গাড়িগুলো পাশের পুরানো ব্রিজ দিয়েই যাতায়াত করবে।

দীর্ঘদিনের দাবি মেনে একদিকে যেমন অত্যাধুনিক এই আন্ডারপাসের উদ্বোধন করা হয়েছে, ঠিক তেমনই খড়্গপুর টাউন থানা সংলগ্ন এলাকায় নির্মীয়মান ওভারব্রিজটিও দ্রুত উদ্বোধন করা হবে বলে জানা গেছে। অন্যদিকে, খড়্গপুর স্টেশনে নতুন যে ফুট ওভারব্রিজটি বছরখানেক আগে চালু হয়েছে, সেই ওভারব্রিজের উত্তর দিকে একটি টিকিট কাউন্টারের উদ্বোধন চলতি মাসেই হবে বলে খড়্গপুর ডিভিশন সূত্রে জানা গেছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, বিধায়ক (খড়্গপুর সদর) হিরন্ময় চট্টোপাধ্যায়, খড়্গপুরের ডিআরএম (DRM) এম.এস হাসমি, সিনিয়র ডিসিএম (Sr. DCM) রাজেশ কুমার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *