পশ্চিম মেদিনীপুরে গৃহ সম্পর্ক অভিযানে দিলীপ ঘোষ 

আমাদের ভারত, মেদিনীপুর, ১২ ডিসেম্বর: বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে “গৃহ সম্পর্ক অভিযান” কর্মসূচিতে যোগ দিয়ে শিরাকোলের ঘটনার তীব্র নিন্দা করেন। 

এদিন সকালে তিনি পশ্চিম মেদিনীপুরে বাংলা-ওড়িশা সীমান্ত এলাকার মোহনপুরে এক কলেজ অধ্যাপকের বাড়িতে “গৃহ সম্পর্ক অভিযানে” যান। এরপর স্থানীয় রামপুরা এলাকায় একটি দলীয় কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করেন। এই অনুষ্ঠান উৎসাহী মানুষের ভিড়ে ছোট জনসভার আকার নেয়। পরে রামপুরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে চা-চক্রে যোগ দেন। গৃহ সম্পর্ক অভিযানে বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় সরকারের জনকল্যাণকর প্রকল্পগুলি জনগণের সামনে তুলে ধরেন। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে সদ্য ঘটে যাওয়া দলের সর্বভারতীয় সভাপতির কনভয়ের উপর হামলার নিন্দা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *