আমাদের ভারত, কলকাতা, ২ এপ্রিল: করোনায় মৃত্যু নিয়ে মমতার বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ আনলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বুধবার বলেছিলেন করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। কিন্তু বৃহস্পতিবারই রাজ্যের তরফ থেকে আবার বলা হচ্ছে সাত জন। সারা ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ৭ শতাংশ। আর পশ্চিমবঙ্গে ২৫ শতাংশ বলে জানান দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়েই রাজ্য একটা সময় তথ্য গোপন করতো। সেই পথে হেঁটেই করোনায় আক্রান্ত নিয়ে তথ্য গোপন করছে রাজ্য সরকার। করোনায় আক্রান্ত হবার পরেই রোগীদের সাধারণ ওয়ার্ডে রাখা হচ্ছে। কারণ করোনার জন্য সামান্য পরিকাঠামো রাজ্য সরকার তৈরি করেনি বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ।
এমনকি করোনায় মৃত্যুর পরে দেহ সৎকারে রাজ্যের পরিকাঠামোর নেই। তাই মৃত ব্যাক্তিদের দেহ ধর্মীয় মতে সন্মানের সঙ্গে সৎকার হচ্ছে না। যা কখনই হওয়া উচিত নয়। পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের করোনার চিকিৎসার জন্য পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস নেই। পুলিশেরও নেই বলে অভিযোগ দিলীপ ঘোষের। রেশন ব্যাবস্থাতেও দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রীয় সরকারের দেওয়া রেশন নিয়ে গ্রামে গ্রামে দুর্নীতি শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।