নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৬ জানুয়ারি:
করোনা টিকা নিয়ে রাজ্যে দুর্নীতি হবে। শনিবার বিজেপির রাজ্য সদরদপ্তরে বসে এই আশঙ্কা প্রকাশ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা কয়েকদিন আগে আমফানের দুর্নীতি দেখতে পেয়েছিলাম, এবার টিকা নিয়েও দুর্নীতি দেখতে পাবো।
আজ কলকাতা সহ গোটা রাজ্যে করোনার টিকা শুরু হয়েছে। টিকা পর্বের প্রথম দিনে বিতর্কে জড়িয়েছে রাজ্যের শাসক দল। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এদিন টিকে নিয়েছেন। তিনি কাটোয়া মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। ঠিক একইভাবে বিধায়ক সুভাষ মন্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা টিকা নিয়েছেন। এছাড়া বিভিন্ন পুরসভার প্রশাসকরাও টিকা নিয়েছেন। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানরা কোভিড যোদ্ধা নয় বলেই মনে করেন বিজেপি রাজ্য সভাপতি। সেই কারণে এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আগেই তৃণমূল বিধায়করা করোনার টিকা নিয়ে নিচ্ছেন। যার ফলে বঞ্চিত হবেন প্রকৃত করোনা যোদ্ধারা। এরপরই শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, করোনার টিকা নিয়েও এবার দুর্নীতি শুরু হবে। তবে দুর্নীতি হলে বিজেপি ছেড়ে কথা বলবে না। বিজেপি রাস্তায় নেমে এর প্রতিবাদ জানাবে। যেমনটা আমফানের দুর্নীতির পর বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।