নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ৫ মার্চ: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট নিয়ে তদন্তের দাবি করলেন দিলীপ ঘোষ। আজ কলকাতার আলিপুর ন্যাশনাল লাইব্রেরিতে তিনি এই তদন্তের দাবি করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বিমান বিভ্রাট নিয়ে অভিযোগ তুলেছিলেন।
প্রসঙ্গত, উত্তর প্রদেশের বারাণসী থেকে ফেরার পথে অজানা করণে অবতরণ করতে বাধ্য হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। আবহাওয়া যদিও স্বাভাবিক ছিল বলে সূত্রের খবর। ঘনিষ্ঠ মহল থেকে শোনা যায় কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আগেও একই অভিযোগ করেছেন। তখন অবশ্য সেই বিমান ছিল সরকারি বা বেসরকারি। এখন মুখ্যমন্ত্রীর ভাড়া করা চার্টার্ড বিমান। তাহলে চক্রান্ত কে করছে? সরাসরি প্রশ্ন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির। তিনি অভিযোগ করেন, তার দলের মানুষ চক্রান্ত করে ছিলেন কি? সবটাই দেখা উচিত বলে মমতাকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ