নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ মে: ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবিতে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার এক সাংবাদিক বৈঠক করে এই দাবি জানান তিনি। দিলীপ ঘোষ অভিযোগ করেন, সম্পূর্ণ অনৈতিক ভাবে কলকাতা পুরসভায় বসে আছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম। কলকাতা পুরসভায় বসার সব যোগ্যতাই হারিয়েছেন তিনি। কলকাতায় জল নেই, আলো নেই। নিজের মুখে এখন ফিরহাদ হাকিম বলছেন অবস্থা ঠিক হতে সাতদিন লাগবে। তাহলে আমফানের প্রস্তুতি নিয়ে কলকাতা পুরসভায় বসে ফিরাদ হাকিম অনেক কথা বলেছেন। এবার বাস্তব চিত্র বলছে পুরসভার কোনও প্রস্তুতিই ছিল না।
পাশাপাশি দিলীপ ঘোষ বলেন, পুরসভা সহ অযোগ্য আমলাদের দিয়ে রাজ্য চালানো হচ্ছে তাই এমন হাল। যোগ্য আইপিএস, আইএস বা ডাব্লুবিসিএস অফিসার সবাই কম্পালসারি ওয়েটিংয়ে রয়েছেন। যোগ্য অফিসারারা সামনে থাকলে আমফানের তান্ডবের পর প্রশাসন আস্তে আস্তে সামলে নিত। মানুষ খাবার পাচ্ছে না। জল পাচ্ছে না। আর বিজেপির লোকেরা ত্রাণ পৌছে দিতে গেলে রাজ্য সরকার তাদের বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ।
সুন্দরবনে নদী বাঁধ ভেঙ্গে চাষের জমিতে জল ঢুকছে। আর সেচমন্ত্রী এলাকায় গিয়ে ছবি তুলে চলে আসছেন। বাংলায় এমন খারাপ পরিস্থিতি আগে কখনও আসেনি বলে জানান দিলীপ ঘোষ।

