কুমারেশ রায়, আমাদের ভারত, খড়গপুর, ২৩নভেম্বর: জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ।নির্বাচনী প্রচারের শেষ রোড শো এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস অনেক টাকা খরচ করেছে ব্যানার লাগিয়েছে পোস্টার লাগিয়েছে এসব করে ভোটে জেতা যায় না। খড়গপুরের মানুষের মনে বিজেপি ছিল বিজেপি থাকবে। আজকের রোড শো’তে প্রমাণ হয়ে গেছে গোটা খড়গপুর বিজেপিময়। আমি খড়্গপুরের ভোটারদের কাছে আবদার করেছি এবার আমাকে এক লাখ ভোট দিন, প্রার্থী প্রেমচন্দ্র ঝাঁকে পাশে বসিয়ে বললেন দিলীপ ঘোষ।
খড়গপুরে নির্বাচনী প্রচারে এসে ফিরহাদ হাকিম দিলীপ ঘোষকে পাগল বলেছিলেন তারই জবাব দিলেন দিলীপ ঘোষ, বললেন এটা ঠিকই দিলীপ ঘোষ তো পাগল আছে, না হলে আমাকে দেখে লোক পাগল হয় কেন? রাস্তায় ববি হাকিমের সঙ্গে আমার দেখা হয়েছে। আজ আমি ওনার গাড়িতে ফুলও দিয়েছি। খড়গপুর নির্বাচনে ইতিমধ্যে দশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গেছে। আমরা বলেছি আরো পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাই। প্রত্যেক বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী চাই। খড়গপুরের মানুষ অশান্তি চান না তাই শান্তিতে ভোট হবে খড়গপুরে বললেন দিলীপ ঘোষ।
প্রচারের শেষ দিনে দলীয় প্রার্থী প্রেমচাঁদ ঝাঁ’য়ের সমর্থনে রোড শোতে দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয় বর্গীয়, দিল্লির সাংসদ মনোজ তেওয়ারি। খড়গপুর শহরের ইনদা মোড় থেকে গোল বাজার রাম মন্দির পর্যন্ত রোড শো হয়েছে বিজেপির।