নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ এপ্রিল: রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার বিরুদ্ধে অমিত শাহের দফতরে নালিশ জানালেন দিলীপ ঘোষ। শুক্রবার সল্টলেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এইকথা জানান বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, মুখ্যসচিব করোনা নিয়ে প্রতিদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে ভুল তথ্য রাজ্যবাসীকে দিচ্ছেন। পাশাপাশি কেন্দ্রের প্রতিনিধি দলের রাজ্যে আসা নিয়ে তার এক্তিয়ারের বাইরে গিয়ে তিনি কথা বলছেন। যা উনি পারেন না বলেই অভিযোগ করেন দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়ে নবান্নে রাজীব সিনহা জানিয়েছিলেন রাজ্যকে না জানিয়েই কেন্দ্রীয় দল রাজ্যে এসেছেন। রাজ্যকে সঠিক তথ্য না দিলে রাজ্যে তাদের পরিদর্শনের ছাত্রপত্র দেওয়া হবে না। আর রাজীব সিনহার এমন মন্তব্যের পর এদিন দিলীপ ঘোষ কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন। অমিত শাহের দফতরে রাজীব সিনহার নামে নালিশ জানিয়েছেন। তিনি নবান্নে বসে রাজনীতি করছেন বলে চিঠিতে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। মুখ্যসচিবের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ারও আর্জিও চিঠিতে জানিয়েছেন তিনি।