আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ জুন: তুলসীচটি এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন সহ একাধিক কর্মসূচিতে বৃহস্পতিবার গড়বেতা এসে তৃণমূলকে সাপের সঙ্গে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল সাপের জাত, তাই সাপের মতো ছোবল মারছে। কিন্তু সাপের ওষুধও আমাদের কাছে রয়েছে। দলীয় কার্যালয়ের উদ্বোধন করে এদিন দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর দেওয়া চিঠি নিয়ে গড়বেতার ধাদিকা গ্রামের দলুই পাড়াতে যান এবং রাধেশ্যাম দলুই পাড়ার অন্যান্য গৃহকর্তাদের সঙ্গে কথা বলে এলাকার খোঁজ খবর নেন।
গড়বেতায় দলীয় কার্যালয় উদ্বোধন করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ভারতবর্ষের ইতিহাসে আজকের দিনটি একটি কালা দিন। কারণ, উনিশশো পঁচাত্তর সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ে আজকের দিনে সারাদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেই ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টি আজও রাজ্যে কালা দিবস পালন করছে। দিলীপ ঘোষ বলেন, সেই সময়ে ইন্দিরা গান্ধী দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে স্বৈরতান্ত্রিক শাসন লাগু করেছিলেন। বক্তব্য রাখার সময় বিজেপির রাজ্য সভাপতি তৃণমূলকে আক্রমণ করে বলেন, পুলিশ দিয়ে প্রতিনিয়ত আমাদের ভয়় দেখানো হচ্ছে, চাপানো হচ্ছে একের পর এক মামলা। কিন্তু এভাবে বিজেপিকে আটকানো যায় না। তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা এখন থেকে সাবধান হোন, পশ্চিম বঙ্গ পালটে যাবে, আপনাদেরও চাকরি করতে হবে।