পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২ তম জন্মদিন উপলক্ষে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষিত সেবা কর্মসূচি হিসাবে গোপীবল্লভপুরের বাগসাই গ্রামের গোপেশ্বর জিউয়ের শিব মন্দিরে সাফাই অভিযান করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সোমবার বিকেলে দিলীপ ঘোষ বিজেপির জেলা স্তরের একাধিক নেতা এবং গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটির নেতা কর্মীদের নিয়ে ঐতিহ্যবাহী গোপেশ্বর জীউয়ের শিব মন্দির চত্বর পরিষ্কার করার পাশাপাশি ঝাঁটা হাতে মন্দিরের মুখচালার মেঝে সাফাই করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পক্ষকাল ব্যাপী দলের নেতা কর্মীদের সেবা কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই মতো এদিন দিলীপ ঘোষের কর্মসূচি বলে জানা গেছে।

