পার্থ খাঁড়া
পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই:
টাকা তো পার্থ তোলেনি, পার্থর কাছে এসেছে। পার্থবাবু নিয়েছেন বাড়িতে বসে। এমনই অভিযোগ তুললেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার খড়গপুরের হরিয়াতাড়া এলাকায় সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, ‘টাকা টা তো পার্থ তোলেনি, পার্থর কাছে এসেছে। পার্থবাবু নিয়েছেন বাড়িতে বসে। গ্রামগঞ্জ থেকে যারা টাকা টা তুলে নিয়ে এসেছে লিস্ট পাঠিয়েছে এমএলএ, এমপি। সবাই এর সাথে যুক্ত আছে।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে দিলীপবাবু বলেন, কোটি কোটি টাকা নিয়ে বসে আছেন, আবার বড় বড় কথা বলছেন।বাংলা গরিব হয়ে গেছে, বাংলার লোক গরিব হয়ে গেছে। আমরাও বলতাম লোকও বলতো, টাকা তো আছে, কোথায় টাকা গেছে? এবার বোঝা গেলো টাকা কোথায় যায়। এখন আর কেউ মানবে না, বাংলা গরিব হয়ে গেছে। এই ঘটনায়, বাংলার মানুষের মাথা নত হয়ে গেছে। যে মান সন্মান ছিল সেটাও নেই এখন।
পার্থকে মন্ত্রীত্ব থেকে সরানো প্রসঙ্গে বলেন, তিনি বলছেন, ষড়যন্ত্র হয়েছে, তা হলে বলুন না কে করেছে। আসলে ফেঁসে যাওয়ার ভয়ে মুখ খুলছে না কেউ। বহু লোক টাকা তুলেছে তাদের অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত। কলেজে ভর্তির জন্য টাকা তুলছে, অনলাইন ভর্তির ব্যবস্থা চালু করেছিল পার্থবাবু। আবার বাতিল করা হয়েছে কারণ টাকা তোলা যাচ্ছে না। সব ছাত্রছাত্রীর থেকে ভর্তির সময় টাকা নেবে, অনলাইনে পায় না। সব জায়গায় দুনম্বরি হচ্ছে, আর সব নেতারা যুক্ত আছে। অনেক অনেক নেতা আছে।
অভিষেক প্রসঙ্গে বলেন, তিনি কথা বলবেন, সমাধান করবেন। যারা ধর্না দিচ্ছে তারা কেউ কথা বলেনি। লোকসভা, বিধানসভা হয়ে গেলো কথা বলেনি। কেন কথা বলবেন না, কেন পুলিশ লাঠিচার্জ করবে। কথা তো বলুন একবার, তারা তো কথাই বলতে চাইছেন না। পার্থবাবু কথা বলেননি, মুখ্যমন্ত্রী কথা বলেননি, তাই তাদের অভিমান। বসুন, বসে কথা বলে নিন। বিরোধীদের কোনও কাজ নেই, কোর্ট বলেছে ইডি কাজ করছে। বিরোধিতার প্রয়োজন হলে নিশ্চয় বিরোধীরা কথা বলবে।
ইডির তদন্ত নিয়ে আপনারা খুশি? এই প্রসঙ্গে বলেন, খুশি নয়, তদন্ত শুরু করেছে, অনেক বড় ব্যাপার আছে। আরো তাড়াতাড়ি হওয়া উচিৎ, বেশি লোক লাগানো উচিৎ। যাতে তাড়াতাড়ি সব সামনে আসে। আগে সারদার টাকা অ্যাম্বুলেন্স করে বাংলাদেশ গিয়েছে। এতো টাকা রাখার জায়গা নেই, সোনা এনে রাখা হয়েছে। অনেকের কাছ থেকে সোনা নেওয়া হয়েছে। অনেক নেতা টাকা ধরা পড়বে বলে সোনা নিত।