আমাদের ভারত, কলকাতা, ১৭ অক্টোবর: জাল জব কার্ড নিয়ে তোপ দাগলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সোমবার টুইটারে তথ্য দাখিল করলেন তিনি। তাঁর দাবি, রাজ্যে ১৪ লক্ষ ৪০ হাজার জাল জব কার্ড রয়েছে।
তিনি লিখেছেন, “১৪.৪০ লক্ষ ভূতুরে জব কার্ডে টিএমসি দুর্নীতির মোট পরিমাণ উপস্থাপন করেছি। এখন আমি জেলা প্রতি মোট জাল জব কার্ডের তালিকা উপস্থাপন করেছি।”
এব্যাপারে টুইটারে জেলা অনুযায়ী জাল জব কার্ডের তালিকা প্রকাশ করেছেন। তাতে দেখা যাচ্ছে সব থেকে বেশি জাল জব কার্ড আছে দক্ষিণ ২৪ পরগণা জেলায়, ২ লক্ষ ৬৪ হাজার ৩৭ টি, তার পরেই আছে উত্তর ২৪ পরগনা, ১ লক্ষ ৬ হাজার ৭২ টি।
1.1Presented the total amount of TMC corruption in 14.4 lakh ghost job cards. Now I have presented the list of total fake job cards per district. So far WB-CM used to say that Bengal is at the top for 100 days work to make fake job cards & present fake data to the Centre. pic.twitter.com/EW7FXCDMmX
— Dilip Ghosh (@DilipGhoshBJP) October 16, 2022
দিলীপবাবু লিখেছেন, “এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলতেন যে বাংলা ১০০ দিনের কাজে শীর্ষে রয়েছে। এটা হয়েছে জাল জব কার্ড তৈরি এবং কেন্দ্রে জাল তথ্য দেওয়ার জন্য। ১০০ দিনের কাজের জন্য দেশের এক নম্বর হয়ে গেল বাংলা। অনুগ্রহ করে মনে রাখবেন যে এই প্রকল্পের জন্য পুরো অর্থ কেন্দ্র প্রদান করে। আর সেই টাকা দিয়েই পকেট ভরছেন তৃণমূল নেতারা।“
আর একটি টুইটে দিলীপ ঘোষ হিসাব করে দেখিয়েছেন এতে কত কোটি টাকা কারচুপি করা হয়েছে। একজন বছরে কমকরে ৫০ দিন কাজ করেছে বলে তিনি ধরেছেন। মজুরি ২২৩ টাকা হলে বছরে একজন পেয়েছে ১১১৫০ টাকা। সেই মত এক বছরে ১৪, ৪৪১৫২ টি জবকার্ডে ১৬১০ কোটি ২২ লক্ষ ৯৪ হাজার টাকা তোলা হয়েছে। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৫ বছরে এই দুর্নীতির পরিমাণ ৮০৫০ কোটি বলে তিনি দাবি করেছেন।
1.1 Mamata's government's scams are coming out one after Modi govt asked them for data.
About 1.45 lakh fake job cards have been registered in Paschim Banga but they are still lying in Trinamool leaders' homes and party offices without being delivered to the intended recipients. pic.twitter.com/t1hvB8nKRE
— Dilip Ghosh (@DilipGhoshBJP) October 16, 2022

