জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: শনিবার মেদিনীপুর শহরের কেরানিচটি থেকে আগামী বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন পশ্চিম মেদিনীপুরে বিজেপির পরিবর্তন যাত্রার চতুর্থ দিনে মেদিনীপুরের কেরানিচটি থেকে সূচনা হয় পরিবর্তন যাত্রার। এদিন পরিবর্তন যাত্রা জঙ্গলমহল এলাকায় পরিক্রমা করবে বলে দিলীপ ঘোষ জানান।
এদিনের যাত্রা কেরানিচটি, ভাদুতলা, শালবনী, চন্দ্রকোনা রোড, গড়বেতা, রসকুন্ডু হয়ে চন্দ্রকোনা টাউন পর্যন্ত যাবে। যাত্রায় উপস্থিত থাকছেন দিলীপ ঘোষ। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে পৌঁছাবে বিজেপির পরিবর্তন যাত্রার রথ। তারই প্রচারে কেশপুর দু’নম্বর অঞ্চলের মোহবনী গ্রামে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে শনিবার একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে হাজার খানেক বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার মহিলা মোর্চার কোষাধ্যক্ষ মধুমিতা পান, সাংগঠনিক জেলার সদস্য গৌতম রানা, মন্ডল সহসভাপতি প্রশান্ত মালিক সহ একাধিক বিজেপির নেতৃত্ব।