নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: তাপস পালের মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন দিলীপ ঘোষ। তিনি এক ভিডিও বার্তায় অভিযোগ করেন তাপস পালের খারাপ সময়ের জন্য তৃণমূল দায়ী। তৃণমূলের প্রাক্তন সাংসদকে দিয়ে সবকিছু করিয়েছে দল। আর তার বিপদে গোটা দল বিমুখ ছিল বলে জানান দিলীপ ঘোষ।
তাপস পাল যখন জেলে ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় একবারও দেখতে যাননি। অন্যদিকে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে গেছেন মুখ্যমন্ত্রী। তাহলে এখন কেন তাপস পালের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদছেন? সেই প্রশ্নও তোলেন দিলীপ ঘোষ। উল্টে তাপস পালের মৃত্যু নিয়ে মমতার বিরুদ্ধে রাজনীতির অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, একজন মৃত মানুষকে নিয়ে এইভাবে রাজনীতি করা উচিত নয়। আর তৃণমূল কংগ্রেস বর্তমানে সেই কাজটাই করে যাচ্ছেন বলে জানান দিলীপ ঘোষ।